Join us on Telegram

Join Now

Join us on Whatsapp

Join Now

Prehistoric Times । প্রাগৈতিহাসিক ও প্রস্তর যুগ । History Chapter Wise MCQ in Bengali (Part -1)

বিষয় ইতিহাস
অধ্যায়প্রাগৈতিহাসিক ও প্রস্তর যুগ

1. প্যালিওলিথিক শব্দটি প্রথম ব্যবহার করেন কোন প্রত্নতাত্ত্বিক?
a) রবার্ট ব্রুস 
b) দয়ারাম সাহানী 
c) রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 
d) জন লুবক

উওরঃ d ) জন লুবক
Key Points – 

1.জন লুবক 1865 সালে প্যালিওলিথিক শব্দটি  প্রথম ব্যবহার করেন।
 2.প্যালিওলিথিক শব্দের অর্থ হলো প্রাচীন প্রস্তর যুগ। 

2.  প্যালিওলিথিক যুগের মানুষেরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল?
a) নেগ্রিটো জাতি
b) হোমো হাবিলিস 
c) হোমোসেপিয়েন্স 
d) উপরের কোনটি নয় 

উওরঃ  সঠিক উত্তর হল – A 
Key Points – 
1. এই যুগের মানুষদের নির্দিষ্ট বাসস্থান ছিল না এবং আগুন জ্বালাতে শেখেনি। 
2. গুহায় বাস করত । হাতিয়ার ছিল অমসৃণ ভোতা পাথর এবং শিকার করে কাঁচা মাংস খেত।

3. পাকিস্তানের সোয়ান ভ্যালি উপত্যকায় কোন যুগের মানুষের নিদর্শন পাওয়া যায়?
a) প্রাচীন প্রস্তর 
b) মধ্য প্রস্তর 
c) নব্য প্রস্তর 
d) তাম্র প্রস্তর 

উওরঃ  সঠিক উত্তর হল – A 
Key Points – 
1. পাকিস্তানের সোয়ান ভ্যালি উপত্যকায় প্রাচীন প্রস্তর যুগের অনেক হাতিয়ার , রান্নার সরঞ্জাম এবং গহনা পাওয়া গিয়েছে।

4) কোন যুগের শেষের দিকে মানুষ কৃষিকাজ শিখেছে?
a) প্রাচীন প্রস্তর 
b) মধ্য প্রস্তর 
c) নব্য প্রস্তর 
d) তাম্র প্রস্তর 

উওরঃ  সঠিক উত্তর হল – B
Key Points – 

1.এই যুগে শেষের দিকে মানুষ কৃষিকাজ  ধারণা পায়। 
2.মাটির বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে শিখে কিন্তু কুমোরের চাকার ব্যবহার শেখেনি ।

5) ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? 
a) উত্তরপ্রদেশ
b) মধ্য প্রদেশ
c) গুজরাট
d) জম্মু-কাশ্মীর

উওরঃ  সঠিক উত্তর হল – B
Key Points – 
1. মধ্য প্রদেশ রাজ্যের রায়সেন জেলার আবদুল্লাগঞ্জ শহরের কাছে রাতাপানি ব্যাঘ্র অভয়ারণ্যের মধ্যে ভীমবেটকা অবস্থিত। 
2. ভীমবেটকা গুহায় মধ্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া যায়। 
3. এই গুহায় হোমো ইরেক্টাসের বসতি ছিল।

6) পশ্চিমবঙ্গের কোথায় মধ্য প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে ?

a) পশ্চিম মেদিনীপুর 
b) পূর্ব বর্ধমান তমলুক
c) পশ্চিম বর্ধমানের দুর্গাপুর
d) বাকুড়ার মামা ভাগ্নে পাহাড়ে

উওরঃ  সঠিক উত্তর হল – C
Key Points – 
1. মাটির তৈরী বিভিন্ন জিনিষপত্র পাওয়া যায়। 

7) মানুষের ব্যবহার করা প্রথম ধাতুর নাম কি?
a) তামা 
b) লোহা 
c) কয়লা 
d) ইস্পাত 

উওরঃ  সঠিক উত্তর হল – A
Key Points – 
1. খ্রিস্টপূর্ব 10000 মানুষ তামার ব্যবহার শিখেছিল।
2. উল্কা থেকে মানুষ প্রথম তামা সন্ধ্যার পেয়েছিল।
3. পরবর্তীতে তমার সাথে টিন (88:12) মিশিয়ে ব্রোঞ্জ তৈরী করা হয়। যা তমার থেকে শক্ত ও মজবুত।

8) কোন যুগে মানুষ প্রথম ধাতুর ব্যবহার শেখে?

a) প্রাচীন প্রস্তর 
b) মধ্য প্রস্তর 
c) তাম্র প্রস্তর 
d) উপরের কোনটিই নয়

উওরঃ  সঠিক উত্তর হল – C

1.এই যুগে শেষের দিকে মানুষ কৃষিকাজ  ধারণা পায়। 
2.মাটির বিভিন্ন সরঞ্জাম তৈরি করতে শিখে কিন্তু কুমোরের চাকার ব্যবহার শেখেনি ।

9) কত সালে ভীমবেটকা গুহা আবিষ্কার হয়?
a) 1957
b) 1857
c) 1875 
d) 1975

উওরঃ  সঠিক উত্তর হল – A
Key Points – 
1. মধ্য প্রদেশ রাজ্যের রায়সেন জেলার আবদুল্লাগঞ্জ শহরের কাছে রাতাপানি ব্যাঘ্র অভয়ারণ্যের মধ্যে ভীমবেটকা অবস্থিত। 
2.  ভীমবেটকা V.S. Wakankar  1957 সালে আবিস্কার করেন ।

10) আনুমানিক কত বছর আগে প্রথম চাকা আবিষ্কার হয়?
a) 1000 খ্রিস্টপূর্ব 
b) 2000 খ্রিস্টপূর্ব 
c) 10000 খ্রিস্টপূর্ব 
d) 3500 খ্রিস্টপূর্ব 

উওরঃ  সঠিক উত্তর হল – D
Key Points – 
1. কাঠের চাকা প্রথম আবিষ্কার হয় মেসোপটেমিয়া (ইরাক) আনুমানিক 3500 খ্রিস্টপূর্বাব্দের।  
2. প্রথম চাকা কাঠ দিয়ে তৈরী করা হয়।

11) সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
প্রাচীন প্রস্তর 
a) প্রাচীন প্রস্তর 
b) মধ্য প্রস্তর 
c) নব্য প্রস্তর 
d) তাম্র-ব্রোঞ্জ যুগের 

উওরঃ  সঠিক উত্তর হল – D
Key Points – 
1. ব্রোঞ্জের নারী মূর্তি পাওয়া গিয়েছিল।

12) প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন হিসেবে ভারতের কোথায় পাখির সন্ধান পাওয়া গিয়েছে?
a) মহারাষ্ট্র 
b) রাজস্থান
c) উত্তর প্রদেশ
d) মধ্যপ্রদেশ

উওরঃ  সঠিক উত্তর হল – A
Key Points – 
1. মহারাষ্ট্রের পাটনাতে প্রচুর পরিমাণে উট পাখির ডিমের খোল পাওয়া গেছে। 

13) কবরস্থানের প্রতীক হিসেবে ব্যবহৃত পাথরের স্তম্ভ কে কি বলা হয়?
a) মেগালিথ 
b) সিমেন্টারি
c) সিটাডেল
d) কোনোটি নয়

উওরঃ  সঠিক উত্তর হল – A
Key Points – 
1. মেগালিথ হল একটি বড় পাথর যা প্রাগৈতিহাসিক কাঠামো বা স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ব্যবহার করা হয়।
2. 1849 সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক অ্যালগারনন হারবার্ট স্টোনহেঞ্জের  এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন ।

14) কোন যুগকে মাইক্রোলিথিক যুগ বলা হয়?
a) প্রাচীন প্রস্তর 
b) মধ্য প্রস্তর 
c) নব্য প্রস্তর 
d) তাম্র-ব্রোঞ্জ যুগের 

উওরঃ  সঠিক উত্তর হল – B
Key Points – 
1. এই যুগে হাতিয়া তীক্ষ্ণ ক্ষুদ্র ও মসৃণ হয় তাই মাইক্রোলিথিক যুগ বলা হয়

15) জীবাশ্মর বয়স নির্ধারণের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয় ?
a) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট 
b) ডিওডেন্ট্রন 
c) কার্বন রেটিং 
d) উপরের কোনটিই নয়

উওরঃ  সঠিক উত্তর হল – B
Key Points – 
1. রেডিওকার্বন ডেটিং  হল কার্বনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ রেডিওকার্বনের বৈশিষ্ট্য ব্যবহার করে বস্তুর বয়স নির্ধারণ করা হয় ।
 2. 1940 এর দশকের শেষের দিকে শিকাগো বিশ্ববিদ্যালয়ে উইলার্ড লিবি দ্বারা  রেডিওকার্বন ডেটিং তৈরি করা হয়েছিল । এই জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন।
 
কী ভাবে কাজ করে কার্বন ডেটিং পদ্ধতি :
1.পৃথিবী সূচনার সময় থেকে শুরু করে বায়ুমণ্ডলে কার্বনের দুইটি আইসোটোপ C¹⁴ এবং C¹² সর্বদা সর্ব জায়গায় বর্তমান। 
2.গাছ সালোকসংশ্লেষের সময় কার্বন ডাই অক্সাইড শোষণের দ্বারা এই দুটি আইসোটোপ গ্রহণ করে।

3.পরবর্তীতে মানুষ এবং অন্যান্য প্রাণী যখন উদ্ভিদের ফলমূল  বা সবুজ পাতা খায় তখন C¹⁴ এবং C¹² তাদের শরীরে ও জমা হয়।

4.অনেক অনেক বছর পর যখন উদ্ভিদ ,প্রাণী মৃত অবশেষে বা কোনো শিলা প্রস্থের C¹²  এবং C¹⁴ পরিমাপ করা হয়। 

5.সেটাকে বর্তমান বায়ু মন্ডলের C¹² বা C¹⁴ সাথে  শতকরা  ‍নির্ণয় করে বয়স বার করা হয়।

6.যেমন C¹⁴ এবং C¹² জীবাশ্ম থেকে 50 % কমলে বা অর্ধেক হলে জীবাশ্ম টি 5730 বছর পুরোনো হবে।

Related Posts

WBPSC Clerkship Mocktest in Bengali

Economy mock test in Bengali part -5

Static GK mock test in Bengali part -5

Leave a Comment

Just Mock is a leading mock test platform for government job exams. We provide expert-curated study materials, mock tests and performance tracking to help you succeed. Boost your confidence and achieve your dreams with Just Mock!